নিজস্ব প্রতিবেদক, ডেইলি জেলা পোস্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় তাড়াইল সাচাইল সদর উপজেলার খান ব্রাদার্স ভবন এর সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য, কিশোর গ্যাং বাল্যবিবাহ, নারী নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রবণতা, প্রতিরোধ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে আসছি কোনভাবেই যেন সমাজে কোনরকম বিশৃঙ্খলা কারীদেরকে বিন্দু পরিমাণের ছাড় দেয়া হবে না , তাই বিট পুলিশিং এর মাধ্যমে আমার ইউনিয়ন এর জনগণকে সতর্ক করা। এবং আমরা যেতাই বিশৃঙ্খলা কারীকে দেখব সাথে সাথে আইনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। পুলিশ সুশৃংখল জনগণের সেবায় নিয়োজিত সবসময়।
প্রধান অথিতি: জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ নূরে আলম, ক্রাইম অপরাশন, ও তাড়ইল থানার ওসি রফিকুল ইসলাম।
বিশেষ অথিতি:তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন
অন্যদের মাঝে বক্তব্য রাখেন- ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, শাহআলম সিদ্দিকি, তাড়াইল সাচাইল এর ইউপি সদস্য হুমায়ুন কবীর, প্রমুখ।এসময় আরো উপস্থিত ছিলেন তাড়াইল সাচাইল সদর সহ নানান শ্রেণী পেশার সাধারণ মানুষ ।
Leave a Reply