1. admin@dailyjelapost.com : admin :
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৭৬ তম  ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত । তাড়াইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কে ধর্ষনের অভিযোগে আটক এক যুবক তাড়াইলে জাতীয় বীমা দিবস পালিত। তাড়াইলে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় ডা: আক্কাছ উদ্দিনের ১৪ তম বই প্রকাশিত। তাড়াইলে ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য গেফতার কিশোরগঞ্জের একাডেমী কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন তাড়াইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা পালিত তাড়াইলে বর্ণাঢ্য আয়োজনে কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের নেতা গোলাম কবির ভূইয়া কে সংবর্ধনা তাড়াইলে জেলা প্রশাসকের সাথে মতবিনময় সভা অনুষ্ঠিত

তাড়াইলে ভ্রাম্যমাণ নৌকায় ব্র্যাক শিক্ষা কার্যক্রম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৭৫ বার পঠিত
ডেইলি জেলা পোস্টঃ নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা দামিহ ইউনিয়নের মাখনা পাড়া নদীর তীরে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নৌকার ওপর চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষাতরীর বিকল্প এই কার্যক্রমে বিজ্ঞান, গণিত ছাড়াও মূল্যবোধের শিক্ষা দেয়া হচ্ছে। তিনটি তরীতে শিক্ষা নিচ্ছে ৩০ শিক্ষার্থী। ব্যতিক্রমী এই কার্যক্রম শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। ভাসমান এসব তরী এক একটি স্কুল। বিজ্ঞান তরী, গণিত তরীর পাশাপাশি আছে মূল্যবোধ তরী। নদীর তীরে অবস্থানরত গ্রামের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা কার্যক্রমে আগ্রহী করতেই এই উদ্যোগ।

আজ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টার থেকে  বেসরকারি সংস্থা ব্র্যাক শিক্ষা কার্যক্রম শুরু করেছেন  একই স্থানে থাকবে ১০ দিন । প্রতিটি তরীতে দুজন শিক্ষকের তত্ত্বাবধানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩০ শিক্ষার্থী ব্যবহারিক শিক্ষা গ্রহণ করছেন। ফলে পুঁথিগত বিদ্যার চেয়ে বাস্তবধর্মী শিক্ষায় আগ্রহ বাড়ছে।শিক্ষার্থীরা জানান, “আমরা শিখছি কিভাবে দিন-রাত হয়, ভারী জিনিস কিভাবে উপরে উঠাতে হয়, প্রতিফলন কিভাবে হয়, দূরের জিনিস কিভাবে কাছে দেখা যায়।”

অভিভাবকরা জানান, “এখানে শিখে বাচ্চাদের উন্নতি হচ্ছে।” শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত বিষয়ক জ্ঞান ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধির জন্যই এই উদ্যোগ- জানিয়েছে উদ্যোগগ্রহণকারী বেসরকারী উন্নয়ন সংস্থা। ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ম্যানেজার  বলেন, “এই নৌকাগুলো সবসময় এখানে থাকবে না।এখানে ১০ দিন থাকবো। পরবর্তীতে আরেকটি স্পটে যাব।”বিজ্ঞান, গণিত ও মূল্যবোধের বাস্তবসম্মত জ্ঞান অর্জনে শিক্ষা তরীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

তাড়াইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা সুলতানা অসুস্থ  জনিত কারনে থাকতে পারেনী। বিজ্ঞানীদের সাথে পরিচিত হচ্ছে, সারাবিশ্বের যারা গণিতবীদ তাদের সাথে পরিচিত হচ্ছে। এক্ষেত্রে তারা গণিতের প্রতি আগ্রহী হবে এবং বিজ্ঞানশিক্ষার প্রতি আগ্রহী হবে। বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে ওঠার জন্য এই তিনটি শিক্ষাতরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” শিক্ষাতরীতে বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরি, গণিত ভীতি কাটানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা চালাচ্ছেন শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Jela Post
Theme Customized By Theme Park BD