নিজস্ব প্রতিবেদক :ডেইলি জেলা পোস্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে এক কিশোরী । ওই কিশোরীর নাম দিনা আক্তার (১২)। তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের ফকির পাড়ার রুবেল মিয়ার কন্যা দিনা আক্তার
জানা গেছে, রুবেল মিয়া তাড়াইল উপজেলা এল এস ডি রোডে দ্বীন ইসলাম মিয়ার বাসায় ভাড়া থাকতেন মো রুবেল মিয়ার স্ত্রী- তাসলিমা ও দুই ছেলে এক মেয়ে নিয়ে বসবাস করতেন, দিনা আক্তার একটি মাদ্রাসায় পড়াশোনা করতো ।
আজ রবিবার দিনা আক্তারের আনুমানিক ১২টার দিকে ঘরের বারান্দায় ঝুলন্ত লাশ দেখে নিহতের ছোট ভাই কান্নাকাটি শুরু করলে আশেপাশের বাড়ীর লোকজন এসে গলায় রশির সাথে ঝুলন্ত অবস্থায় দিনা দেখতে পায়। পরিবারের লোকজনের সহযোগিতায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রবিবার ১.৪৫ মিনিটে পুলিশ নিহত দিনার আক্তারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।
Leave a Reply