কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ৪৮ বোতল বিদেশি মদসহ পাঁচ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বৃহস্পতিবার ২৫ আগস্ট) রাতে আনুমানিক ০২ সময় তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এস আই গোলাম কবীর বিশ্বাস সহ , সঙ্গী ফোর্স সহ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে ।
তাড়াইল থানাধীন বাজারস্হ কাঠপট্টি এলাকা থেকে তাদের আটক করে তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রেস ব্রিফিং এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আটক ব্যক্তিদের মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—১ শান্ত ভৌমিক (২০) পিতা মৃত গৌতম ভৌমিক,২ সোহেল মিয়া (২২) পিতাঃ মোঃ হাসেম মিয়া, ৩ শাহিন মিয়া (৩০) পিতা হাসেম মিয়া, ৪ পিয়াস পাল (২৩) পিতা: পিন্টু পাল ,৫ রাসেল মিয়া (৩২) পিতা মৃত গিয়াস উদ্দিন, সর্ব সাং তাড়াইল বাজার কাঠপট্টি তাড়াইল কিশোরগঞ্জ ।whisky. officer বিভিন্ন নামের ইন্ডিয়ান ব্র্যান্ড এর ২৪ বোতল শপিং ব্যাগের ভেতর থেকে (খ) এক নীল রঙের শপিং ব্যাগের ভিতর nescfe classic.100% pure coffee এর একটি টিনের কৌটায় রক্ষিত ২৫০ গ্রাম গাঁজা (গ) ।
উদ্ধারকৃত সর্বমোট (আটচল্লিশ )বোতল বিদেশী মদ ৪৮+৭৫০ মিঃ লিঃ–৩৬ লিটার যার মূল্য আনুমানিক ১,৬২,০০০/-টাকা, ও দুইশত পঞ্চাশ গ্রাম গাঁজার মূল্য আনুমানিক ৩,৫০০ টাকা সর্বসাকুল্যে মূল্য ১,৬৫,৫০০ টাকা ।
বোতলের গায়ে পরিমাণ ৭৫০ মি:লি: লিখা আছে উক্ত বিদেশী মদ উদ্ধার তারিখ রাত ৩ ১৫ ঘটিকার সময় জব্দ করেন ।
বিদেশি মদ ও গাঁজা তাদের হেফাজতে রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই আসামিরা অবৈধভাবে বিদেশ /বহন হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের,৩৬ (১)এর টেবিল ২৪ (খ)১৯ (ক) ৪১ ধারা করিয়াছেন
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবসাস্থা নিতে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে ।
তাড়াইল উপজেলা এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে এ অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানান তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ।
Leave a Reply