নিজস্ব প্রতিবেদক, ডেইলী জেলা পোস্ট
কিশোরগঞ্জের তাড়াইলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী (১৬)`কে ধর্ষণের অভিযোগে উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামের মোকশুদ আলীর ছেলে সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া (২৮)`কে আটক করেছে তাড়াইল থানা পুলিশ।
তাড়াইল থানার পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিমের মা বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে নিয়ে নেত্রকোণা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামে গত ২৬ ফেব্রুয়ারী ভাবীর বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে ভাবীসহ ভিকটিমের মা তেউরিয়া নদীর পাড়ে জনৈক ব্যক্তির ক্ষেতে দৈনিক মজুরি হিসেবে মরিচ তোলার কাজে বাহির হন। বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়ীতে একা পেয়ে একই এলাকার বিবাহিত সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়া জোরপূর্বক তাকে ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহেল মিয়া কৌশলে পালিয়ে যায়।
বুদ্ধি প্রতিবন্ধীর মা ও ভাবী বাড়ীতে এসে ঘটনা জানার পর ১ মার্চ সকালে ভিকটিমসহ থানায় হাজির হয়ে সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়ার বিরুদ্ধে তাড়াইল থানায় ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে ১ মার্চ বুধবার দুপুরে তাড়াইল থানার উপ-পরিদর্শক কাজী মো.রবিউল হক সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ধলা ইউনিয়নের আজবপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে অভিযুক্ত সোহেল মিয়া উরফে পুলিশ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বুধবার (১মার্চ) সকালে ভিকটিমের মা বাদী হয়ে সোহেল মিয়া ওরফে পুলিশ মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করেন।পুলিশ আসামীকে আটক করে থানায় নিয়ে আসার পর আজ বিকেলে আসামী সোহেল মিয়া উরফে পুলিশ মিয়া কে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply