নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার জন্য উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৯) মে বিকাল ৬ টায় তাড়াইল উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী তাড়াইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস বলেন, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রকম পণ্য সামগ্রী পানীয় মাল বাজেয়াপ্ত ও অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয়, দোকানের সামনে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা ভূমি সহকারী কমিশনারের একান্ত নাজির আব্দুল মোমিন ও টিম সহকারীগন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মনোনীতা দাস আরো বলেন, বিভিন্ন হাট-বাজারে আমাদের অভিযান চলমান থাকবে ।
Leave a Reply