মুকরামিন খান,ডেইলি জেলা পোস্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় কিছুদিনের মধ্যেই বোরো ধান কাটা শুরু হবে। বরাবরের মতো প্রাকৃতিক দূ্র্যোগের মোকাবেলা পরিস্থতিতে দেখা দিতে পারে শ্রমিক সংকট।
ফলে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকের ধান কেটে ঘরে তোলার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার ৮টি যন্ত্র) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গল বার সকাল ১১ টায় তাড়াইল উপজেলা পরিষদ চত্বরে আট কৃষকের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত আশরাফুল আলম উপজেলা কৃষি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাস,
মুখলেসুজ্জামান তালুকদার ,জেলা কৃষি প্রকৌশলী
মোঃ এমাজ উদ্দিন কৃষি সম্প্রসারণ অফিসার
মোঃ তারিক বিন মতিন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।
ভর্তুকী মূল্যে মেশিন পাওয়ার ওই কৃষকরা হলেন
বিতরনকৃত যন্ত্র কম্বাইন হারভেস্টার ০৮ টি
মেশিন গ্রহণকারী কৃষকের নাম (১) মো:কামরুলইসলাম ভূইয়া,(২) মো: পাভেল ভূইয়া(৩) মোঃ শাহজাহান (৪) মোঃ ইমতিয়াজ উদ্দিন,(৫) (কাইয়ুম) (৬)মোঃ ফারুক মিয়া আজিজুল হক (৭)মোঃ সোরাফ ভূঞ( ৮) সৈয়দ সাফায়েত উল্লাহ।
কম্বাইন্ড হারভেস্টার মেশিন একটির মূল্য এক একটি মূল্য এক রখম টাকা। সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচির আওতায় মেশিন ৭০% ভর্তুকিতে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে। কৃষি খাতে এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃষকরা।
Leave a Reply