1. admin@dailyjelapost.com : admin :
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন

তাড়াইলে টি টি সি নামের পরিচিত পুকুরটি কচুরিপানায় ভরপুর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১২৬ বার পঠিত
ডেইলি জেলা পোস্ট নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার নির্বাহি অফিসার এর বাস ভবনের সামনেই একমাত্র  উপজেলা পুকুরটি কচুরিপানায় ভরে প্রকৃতির সৌন্দর্য ও পুকুরটির একক সোন্দর্য বিলীন হওয়ার পথে সেই সাথে পুকুরে থাকা নানান  প্রজাতির দেশীয় মাছগুলো পুকুরের পানি  দূষিত হয়ে মাছগুলোর মৃত্যুর আশঙ্কা রয়েছে  ৩০ শতাংশ । তাই দ্রুত পুকুরটি কচুরিপানা পরিষ্কার করে পুকুরটির মাছ মরার হাত থেকে  রক্ষা পেতে পারে সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সচেতন মহলের দাবি এই কচুরিপানা দ্রুত সময়ে পরিষ্কার করা অত্যন্ত  জরুরী  ।

এলাকাবাসীরা জানিয়েছেন ,পানির প্রবাহ বন্ধ হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে ।
আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ও স্থানীয়দের বিশেষ সূত্রে জানা যায় এই পুকুরটিতে বেশ পুরোনো অনেক বড় মাছ এই পুকুরে আছে , রয়েছে অনেক দেশী প্রজাতি মাছ, তাড়াইল উপজেলার সদরে টি টি সির পুকুর নামে পরিচিত এই পুকুরটিতে ওবর্ষার  মৌসুম কচুরিপানা ধীরে ধীরে জমে এখন পুরো পুকুরটি কচুরিপানায় ভরে গেছে এগুলা দ্রুত পরিষ্কার না করলে পানি দূষিত হয়ে পুকুরের থাকা মাছ গুলো মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এলাকা স্থানীয় ব্যক্তিদের দাবি দ্রুত সময়ে এই পুকুরটির কচুরিপানা পরিষ্কার করে পুকুরের আগের সৌন্দর্য ফিরিয়ে আনা জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান ।
পুকুরে গোসল রত অবস্থায় বেশ কয়েকজন পুকুর প্রেমিক জানান এই পুকুরের কচুরিপানায় ভরে গেছে। গোসল করাও সম্ভব হচ্ছে না তার পরেও অনেকেই গোসল করছেন।,ধীরে ধীরে পানিও দূষিত হয়ে যাচ্ছে । আমাদের দাবি ইউএনও স্যার এটি দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা শারমীন জানান , পুকুরের কচুরিপানা পরিষ্কারের কাজ দ্রুত করা হবে ।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Jela Post
Theme Customized By Theme Park BD