নিজস্ব প্রতিবেদক ডেইলি জেলা পোষ্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের মৃত আঃ রহমান সরকারের ছেলে ,বর্তমান ইউপি সদস্য মোঃআজিজুল ইসলামকে র্ধষনের অভিযোগে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জর তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম মেম্বার।
জৈনিক হাশেম মিয়ার বাড়ীতে ভাড়াটিয়া বসত ঘরে ভাড়াটিয়ার মোছাঃসুমি আক্তার রুভা (৩৫) সুমি আক্তার স্বামী নুর মিয়া সাং মাগুরী পূর্বপাড়া এ/পি সাং তাড়াইল বাজার গুর মহল) তাড়াইল বাজার
১ আসামি আজিজুল মেম্বার ( ৪৫) পিতাঃ মৃত আঃ রহমান সরকার সাং বোরাগাও তাড়াইল কিশোরগঞ্জ গত ২৮/১/২০২৩ ইং
অভিযোগ সুত্রে জানা যায় , মোছাঃ সুমি আক্তার রুভা, তাড়াইল বাজার গুরমহালে একটি ভাড়ায় বাসায় তাকেন। একজন সাধারণ নিরহ মহিলা, উপরুক্ত বিবাদী আজিজুল ইসলাম অত্যন্ত দুশ্চরিত্র মানুষ আমার স্বামীর সাথে বন্ধুত্বের পরিচয়ে গত কয়েক মাস যাবত । আমাদের বাসায় গনগন আসা যাওয়া করেন, এবং আমার সাথে অসৎ উদ্যেশ্য কথাবার্তা বলে এবংবিভিন্ন সময়ে আমাকে ফোন করে বিভিন্ন ধরনের আপত্তিকর কথাবার্তা বলেন এবং আমি আমার বাসায় কিভাবে বসবাস করি সে বিষয়ে জানতে চায়। আমি তার কথা না শুনলে বিভিন্ন সময়ে এসিড নিক্ষেপ সহ বিভিন্ন হুমকি দেয়। আজিজুল আমার ভাড়ায় বাড়িতে আসে এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলে এক পর্যায়ে আমাকে আমার ঘরের ভিতরে থাকা বিছানা জোরদবস্তি করে শুয়াইয়া ধর্ষণ করে ।
আমি তার মান সম্মানের যদি ক্ষতি করি তা হলে বা কাউকে এই বিষয়ে জানাই তবে আমার রক্ষে নাই। বড় ধরনের ক্ষতি হবে বলে আমাকে ভয় দেখায় ।
আমি এই ভয়ে গত ২৮/১২০২৩ তারিখে বিকাল অনুমান ৩ ঘটিকার সময় আমাকে ফোন করে কিশোরগঞ্জ নেহাল পার্কে দেখা করতে বলে, সাথে সাথে না গেলে আমার সমস্যা হবে, আমি ভয়ভীতি নিয়ে গেলাম, সে আমাকে তখন বিভিন্ন ধরনের আপত্তিকর্ কথা বলে থাকে আমি তার কথা রাজি না হলে সে আমাকে চর তাপ্পর মারিয়াছে এবং হত্যা করার হুমকি দেয় ,তাই অসহ্য যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য থানায় অভিযোগ করতে বিলম্ব হইয়াছে ।
৪নং জাওয়ার ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আজিজুল ইসলাম মেম্বার,মোছাঃসুমি আক্তার রুভার ভাড়ায় বাসায় ঢুকে জোর করে ধর্ষন করেন।
বাদী হয়ে মোছাঃ সুমি আক্তার রুভা(৩৫) তাড়াইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এদিকে আসামীকে রাতেই আটক করা হয়েছে। সকালে কিশোরগঞ্জ জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply