কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা নিজ মালিকের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে, মামুন (৫০)ভূইয়ার হাতে নৃশংসভাবে ছুরির আঘাতের শিকার তাড়াইল সদর বাজারের ব্যবসায়ী প্রশান্ত সরকার (২৬) হত্যাচেষ্টাকারী মামুন ভূইয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১২ তাড়াইল উপজেলা পরিষদের সামনে শত শত লোকের বিক্ষোভ মিছিলটি তাড়াইল সদর বিভিন্ন রাস্তা প্রতীক্ষীন করে তাড়াইল উপজেলার সামনে সমাগম ঘটে ক্রিপ্ত জনতা ও তাড়াইল বাজার ব্যবসায়ি কর্মচারী ঐক্যফ্রন্টের আয়োজনে এ মানববন্ধন হয়।
মুমূর্ষ প্রশান্ত সরকার এর মা -মিনা রানী সরকার বোন প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন,ঘাতক মামুন ভূইয়া কারাপ প্রকৃতির লোক সবসময় নেশা অ্যাডেক্টেড থাকেন সাধারণ ব্যবসায়ীরা প্রাইসেই অত্যাচারে সম্যক্ষিন হয়, তাই প্রশাসনের সু দৃষ্টি কামনা করে স্মারকলিপি প্রদান করেন তাড়াইল বাজার ব্যবসায়ি কর্মচারীকে ঐক্যফ্রন্টের আয়োজক সদস্যরা ।
হত্যাচেষ্টাকারী গত ১৫ অক্টোবরে ঘটনা মুল আসামি এখনো দরাছোয়ার বাইরে অতিবাহিত হলেও এখনো কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ১৫ই অক্টোবরে বুধবার সন্ধা আনুমানিক সাড়ে ৭টার সময় তাড়াইল সাচাইল সদর বাজারে নিজ মালিকের দোকানে ব্যবসায়ী ,প্রশান্তকে ছরিআঘাতে হত্যার চেষ্টা করেন বর্তমানে মুমূর্ষ অবস্থায় মৃত্যুর মুখোমুখি ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পালপাড়ার,প্রদীপ সরকারের ছেলে ,প্রশান্ত সরকার ।
Leave a Reply