নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) -২০২২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে- তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর সভাপতিত্বে খেলা শুরু হয়। ভূমি সহকারী কমিশনার মনোনীতা দাস তাড়াইল সরকারী উচ্চ বিদ্যায়ল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন। এ সময় আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ, ৩ নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, ৫ নং দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, তাড়াইল থানার ওসি জয়নাল আবেদীন সরকার, তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক,সজল
জানা গেছে, আজ দুপর ২ টা ৫ মিনিটে খেলা শুরু হয় ।খেলার সময় নির্ধারণ করেন ৫০ মিনিট। তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈম দাদ খান নৌওশাদ এর দল,বনাম -৩ নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দল । দল প্রতি ১১ জন করে দুই দল ২২ জন খেলায় অংশগ্রহণ করেন। ট্রাইভাগারের মধ্য দিয়ে খেলা শেষ হয় । উপজেলা নির্বাহি অফিসার লুবনা শারমীন ধলা ইউনিয়নের চ্যাম্পিয়নদের হাতে টুর্নামেন্ট ট্রফি তুলে দেন।
Leave a Reply