ডেইলি জেলা পোষ্ট নিজস্ব প্রতিনিধি
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক ভূঁইয়া মোতাহার বলেন,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আমরা এগিয়ে চলছি দুর্বার গতিতে।তিনি বলেন ‘শেখ হাসিনার মূলমন্ত্র,উন্নয়নের গনতন্ত্র’ সেই সূত্রেই আজ পদ্মা সেতু,বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেল,রামপাল বিদ্যুত কেন্দ্র,কর্ণফুলি ট্যানেল, ভূমিহীনদের গৃহায়ন,কক্সবাজারে ঝিনুক আকৃতির রেলওয়ে স্টেশন,হাতিরঝিল বাংলাদেশকে বিশ্বের কাছে নতুন করে পরিচয় করে দিয়েছে।
এর আগে বিগত ২০জানুয়ারী’২৩ কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র যৌথ স্বাক্ষরে ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া’কে কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে পদায়ন করেন।
উল্লেখ্য,ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া ১৯৮২ সনে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে জন্মগ্রহন করেন।তিনি ১৯৯৭ সনে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি,১৯৯৯সনে ঢাকার রেসিডেন্সিয়াল কলেজ থেকে এইচএসসি,২০০১সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ইংল্যান্ডের নর্থামটল বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮সনে এলএলএম করে সেখানেই আইন পেশায় নিয়োজিত থাকেন।তিনি বিগত ২০২২ সনে দেশে এসে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রন করছেন।ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া’র ৬ বোন ও ২ভাই।বোনদের মধ্যে ৩জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা,১জন বিসিএস কাস্টমস ইন্সপেক্টর,১জন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ১জন গৃহিণী এবং ছোট ভাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
Leave a Reply