নিজস্ব প্রতিবেদক, ডেইলি জেলা পোস্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা ধলা ইউনিয়নের দক্ষিণ ধলা মোঃ মাসুদ মিয়ার (২৪) ও মাহফুজ মিয়া (৩৫) নামের উপর ধারালো অস্ত্র দিয়ে এই হামলা করেন একই এলাকার মোঃ জাহাঙ্গীর মিয়া ছেলে মোঃ আমিন ও তামিম (২৫) নামের দুই ভাই
জানা গেছে গতকাল বিকেল আনুমানিক ৩টা সময় দক্ষিণ ধলা মোঃ আবু চান মিয়ার দশ বছরের শিশু ছেলে আমিরকে বিড়ির ভিতরে গাঁজা জোর করে খাইয়ে দেয় আমিন ও তামিম দুই ভাই, শিশু আমির তখন অসুস্থতা বোধ করছিল
এই বিষয়টি তারই পিতা জাহাঙ্গীরের কাছে অবগত করার তার বাড়ীতে গেলে বিচার না করে উল্টা তার দুই ছেলে কে নিয়ে মাহফুজ ও মাসুদ এর উপরে অতর্কিত হামলা চালায় । কথা বলতে গেলে ছেলে আমিন ও তামিম কেন সালিশ নিয়ে বাড়িতে এলো ক্ষেপে গিয়ে এই হামলা চালায়
মাসুদ ও মাহফুজ এর উপর ধারালো অস্ত্র নিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে হামলা করে, এ সময় দ্রুত ঘটনাস্থল থেকে দুই ভাইকে তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসা শেষে দুই জনকে ভর্তি করেন ।
Leave a Reply