কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা সদর বাজারের একটি রাস্তার উন্নয়ন কাজে দ্রুত কাজ করায় স্থানীয় ব্যবসায়িদের প্রশংসা ভাসছেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। তাড়াইল উপজেলা পরিষদের অর্থায়নে সম্প্রতি এই প্রকল্পে ২শ ৯৫ মিটার রাস্তা সিসি ঢালাই কাজ দ্রুত হচ্ছে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াইল সদর বাজার থানা গেইট থেকে কালীর বাড়ীর শেষ মাতা পাকাঘাট পর্যন্ত সারে ৫ মিটার প্রস্থের রাস্তা সিসি ঢালাইয়ের কাজের জন্য ৬৭লাখ.১৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি বাস্তবায়ন করেছেন ‘মেমার্স সাইফা বিলডার্স ভৈরব ,ট্রেডার্স’ নামের এটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই রাস্তাটিতে উন্নত মানের রড কংক্রিট খোয়া পাথর ব্যবহার সহ মানসম্মত সামগ্রী ব্যবহার করেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়িরা আরো জানান গত ২০১৩ সালে এই রাস্তায় প্রতম সিসি ঢালাই করায় হয়েছিল আগের তুলনায় ,বর্তমানের অনেক ভাল ও দ্রুত কাজ করেছেন এই ঠিকাদার প্রতিষ্টান ।
Leave a Reply