ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় একদল তরুন উদ্যেক্তার উদ্যেগী চেতনায় আধুনিক যুগোপযোগী একটি রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
আজ ১৩ জানুয়ারি ২০২৩ খ্রীঃ বিকাল ৪.৩০ টায় এই উদ্বোধনের কাজ আরম্ভ করা হয়। তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসার মোহতামিম প্রখ্যাত আলেম হযরত মাওলানা ফয়েজ উদ্দিন সাহেব উদ্বোধন অনুষ্ঠানে মিলাদ পাঠ করেন। এবং স্বাদের বাড়ী রেস্টুরেন্টকে বরকতময় রহমতদানে বিশেষ মোনাজাত করা পাঠ হয়। সরেজমিনে দেখা যায়, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইটের অপর পাশে দুতলায় অবস্থিত স্বাদের বাড়ী রেস্টুরেন্টটির ডেকোরেশন যেন, জেলা শহরের অনেক নামি-দামি রেস্তোরাঁকে হার মানায়। জমকালো আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশে তাড়াইলের জন্য ব্যতিক্রম এই স্বাদের বাড়ী রেস্টুরেন্ট। ভিতরে যেমন আধুনিক সাজে গর্জিয়াস তেমনি বাহিরে তাকালে চোখে পড়বে প্রকৃতির হাওড় বিলাস। রেস্টুরেন্টের কতৃপক্ষের সাথে আলাপ করে জানা যায়, একটি উন্নত রেস্টুরেন্টে সাধারণত যে রকম ভিন্ন ভিন্ন কোয়ালিটি সম্পন্ন খাবারের আইটেম পাওয়া যায়। তারই বাহারি আইটেম তৈরি করতে আমরা বদ্ধপরিকর। এমনকি কাস্টমারে রুচি ও চাহিদা অনুযায়ী আমরা খাবার প্রস্তুত করবো। উদ্বোধন অনুষ্ঠানে ব্যপক উৎসুখ সুধীজনের উপস্থিতি অনুষ্ঠানেের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। পরিশেষে উপস্থিত সকলকে পার্সেল করে প্রীতি জানানো হয়।
Leave a Reply