ডেইলী জেলা পোষ্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা দামিহা ইউনিয়নের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব ,এর সাথে কথা হয়, হাছলা গ্রামের ইনসান মিয়া, জামাল মিয়া, খোকন মিয়া ,সাংবাদিক প্রতিনিধি কে জানান , অনেক দিন দরে কাজ করছি ,দারদেনা করে জীবনযাপন করছি । হতদরিদ্র শ্রমিকরা কাজের বিল না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন, জানাযায় তারা কোন বিল এখন প্রর্যন্ত পাইনি, ৭ টি ইউনিয়নে একই অবস্তা বিল না পাওয়ার খোব প্রকাশ করছে শ্রমিকরা অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে মাটি কাটার একেকজন দিনমজুর। ৪০ দিনের কর্মসূচিতে ইতিমধ্যে ৩০ দিন কাজ করেছেন তারা ।
জানান যায়, প্রায় ৩০ দিন কাজ করছেন তারা। এ পর্যন্ত কোনো মজুরি পাননি। কাজের মজুরি না পাওয়ার অতি কষ্টে কাটছে তাদের দিন। এমনকি, অনেকদিন না খেয়েও তাদের কাটতে হচ্ছে মাটি। তারা দ্রুত মজুরির জন্য সংশ্লিষ্টদের নিকট জোর দাবি
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নের ৩২টি প্রকল্পে অনুকূলে ১৪৯৪ হতদরিদ্র নারী-পুরুষ শ্রমিক কর্মসৃজন ৪০ দিনের কর্মসূচিতে কাজ করছেন। হাজিরা ৪শ টাকায় ওইসব শ্রমিক কাজ করছেন বলে জানা গেছে। গত ২৬ তারিখে ওইসব প্রকল্পের কাজ শুরু হয়েছে।
জানা গেছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব বলেন, কর্মসূচির শ্রমিকরা দীর্ঘদিন তাদের মজুরি না পাওয়ায় তারা মানববেতর জীবন যাপন করছেন, সংশ্লিষ্ট দপ্তরে বার বার যোগাযোগ করলেও লাভ হচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালেব জানান, প্রকল্পের শ্রমিকদের বিল পাঠানো হয়েছে অতি সত্বর পাবেন।
Leave a Reply