1. admin@dailyjelapost.com : admin :
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০২:২৯ পূর্বাহ্ন

তাড়াইলে ৪৫ দিনের শিশুকে জন্ম নিবন্ধন করে ফুলেল শুভেচ্ছা বার্তা

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, ডেইলি জেলা পোস্ট
৪৫ দিনের নবজাতক শিশু জাবির হোসেনের জন্ম নিবন্ধন করে বাড়িতে পৌঁছে দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন জাপার মনোনিত ইউপি চেয়ারম্যান  সাঈম দাদ খান নওশাদ।
কিশোরগঞ্জের তাড়াইল সাচাইল সদর উপজেলার ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর  ৪ নং ওয়ার্ডের মোঃ সজিব মিয়ার নিজ বাড়ীতে এই শুভেচ্ছা ফুলের বার্তা পাঠান , সজীব মিয়ার স্ত্রী নিশি আক্তার নবজাতক শিশুর জাবির হোসেন এর জন্ম নিবন্ধন হাতে পেয়ে খুশিতে আত্মহারা ।পরিবার ও এলাকাবাসী এ আলোচনায় পঞ্চমুখর । তাড়াইল সাচাইল সদর  ইউনিয়ন পরিষদের ব্যতিক্রম সেবাকারী একটি  সক্রিয় টিম জন্ম নিবন্ধন করে নবজাতক শিশুর বাড়িতে  ফুলেল শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে উপজেলার জন্য ইতিহাস সৃষ্টি করলেন ইউপি চেয়ারম্যান সাঈম দাদ খান
নওশাদ।
৪৫ দিনের নবজাতক শিশুর জন্ম নিবন্ধন করে বাড়িতে পৌঁছে দিয়ে ফের আলোচনায় আসলেন তাড়াইল সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ আর তাকে ঘিরেই চলছে গ্রাম পাড়া-মহল্লা চায়ের দোকানে নানারকম কৌতুহলী গালগপ্প।
জানাগেছে,৬-৬-২০২২ ইং দড়িয়াজাহাঙ্গীরপুর গ্রামের ৪ নং ওয়ার্ডের  মোঃ সজিব মিয়ার বাড়িতে জন্ম নিবন্ধন ফ্রী করে  শিশুর  নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার বিষয়টি জানতে উনি বলেন, মফস্বলের একটা শ্রেণীর মানুষ সহজ সরল  আসলে এতো কিছু বোঝে না, দেখা যায়, অভিভাবকদের গুরুত্বহীনতার কারণে অনেক শিশুর জন্ম নিবন্ধন করা হয় না। তবে শিশুর সকল মৌলিক অধিকারের ন্যায় তার জন্ম নিবন্ধনও জরুরি। মা-বাবা বা অভিভাবকদের সদিচ্ছাই জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য যথেষ্ট আমি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য  প্রতিটি  নবজাতক শিশু আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা চেতনা মাথায় রেখে জনগণের কাছে  আমার সেবা প্রদান করা, যেন যারা উৎস থেকে প্রেরণা জোগাতে পারেন। আমাকেই চেয়ারম্যানের আসনে বসিয়েছেন তাই জনগণের দোরগোড়ায় আমার ইউনিয়ন সকল প্রকার সেবা পৌঁছে দেওয়া আমার নৈতিক দায়িত্ব আমার এই  সেবা চলমান থাকবে।
জন্ম নিবন্ধন একজন নাগরিকের জাতীয়তা, বয়স, নামকরণ, স্থায়ী ঠিকানা, পিতা-মাতার নাম ইত্যাদি মৌলিক বিষয়ের নিশ্চয়তা দেয়। বয়স প্রমাণের ক্ষেত্রে জন্ম সনদের গুরুত্ব অপরিসীম। পাসপোর্ট, বিবাহ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দান, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্টেশনসহ বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন সরকার আইনের দ্বারা বাধ্যতামূলক রয়েছে।
জাতীয় সংসদে পাস হওয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকল ব্যাক্তির জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রেও এ নিবন্ধন জরুরি।
শিশুর জন্মের ৪৫ দিনের (দেড় মাস) মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে সরকারি  ফি প্রয়োজন পড়বে না। তবে বছরের বেশি বয়স হলে সরকারি ফি আদায় প্রয়োজন হবে।
তাই জন্ম নিবন্ধন থাকলে একজন শিশু বা পূর্ণ বয়স্ক মানুষ বিভিন্ন ধরনের সুবিধা পেতে পারেন। চাহিদামতো প্রকৃত বয়স প্রমাণে জন্ম নিবন্ধনের সনদপত্র অত্যান্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Jela Post
Theme Customized By Theme Park BD