ওয়াসিম উদ্দিন সোহাগ তাড়াইল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন মহল ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। ও ক্লাবের উদ্যেগে ডিনার পার্টির আয়োজন করা হয়।
জানা যায়, গত ১লা জানুয়ারি আহবায়ক ওয়াসিম উদ্দিন সোহাগ এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির কাছে তাড়াইল উপজেলা প্রেসক্লাবের ক্ষমতা হস্তান্তর করা হয়। পূর্বে সর্বসম্মতিক্রমে মুকুটদাস মধুকে সভাপতি ও দেলোয়ার হোসেন রিপন কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। তারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি উপহার দেয়ার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সম্মানিত সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিল। নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন ক্লাব, সুধী সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছে নতুন কমিটি।
দ্বিতীয় বারের মতো নির্বাচিত সভাপতি মুকুট দাস মধু বলেন, আমাকে আপনারা দ্বিতীয়বার নির্বাচিত করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আপনাদের কথা দিচ্ছি গত দুই বছরে যা করে দেখাতে পারিনি তা আগামী ছয়মাসের মধ্যে করে দেখাব। তাড়াইল উপজেলা প্রেসক্লাবকে একটি আধুনিক মানসম্মত ক্লাবে পরিনত করবো।
সাধারণ সম্পাদক হিসাবে দ্বিতীয় বারের মতো নির্বাচিত দেলোয়ার হোসেন রিপন বলেন, এই ক্লাবের প্রতি আমার ভালোবাসা ও আন্তরিকতার কোন কমতি নেই। এই ক্লাব ও সদস্যদের যে কোন দূর্যোগে আমি সর্বাধিক দায়িত্ব পালন করে যাচ্ছি ও সব সময় করে যাবো।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সবশেষে ডিনার পার্টির আয়োজন করে ভূরিভোজনের ব্যবস্থা করা হয়।
Leave a Reply