কিশোরগঞ্জ পুলিশ সুপার জনাবঃ মোঃমাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) কে
উপস্থিত ছিলেন তাড়াইল করিমগঞ্জ সহকারী এ এস পি সার্কেল ইফতাখার জামান ,
ইকবাল হোসেন তারেক তার বক্তৃতা বলেন সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন তাড়াইল উপজেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান আগত বিভিন্ন শ্রেনী পেশার মানুষের প্রতি । সঞ্চালনায় করেন এস আই মিজান
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ।জনাব মোঃ মাশরুরকুর রহমান খালেদ বিপিএম (বার)
তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন, বক্তব্য রাখেন তাড়াইল সাচাইল সদর ইউপি চেয়ারম্যান সাঈম দাদ খান নওশাদ রাউতি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন তারেক, ধলা ইউপি ,চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, তালজাংগা ইউপি চেয়ারম্যান ,জাহেদ আলী ভূইয়া, সাবেক দামিহা ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর ভূইয়া । বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃহাই, থানা আওয়ামীলী সভাপতি আজিজুল হক মোতাহার , দিগদাইড় ইউপি চেয়ারম্যান আসাদ ভূইয়া একে মাইনুজ্জামান নবাব, সাংবাদিক ফারুক দাদ খান ,লিটন বর্মন প্রমূক ।
Leave a Reply