নিজস্ব প্রতিবেদক ডেইলি জেলা পোস্ট
কিশোরগঞ্জ তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের বান্দলিয়া গ্রামে
রাত আনুমানিক ২টার সময় ছেলে সোহাগ মিয়ার ( ২২) রিকশা চালক হাতে খুন হয়েছেন মো রবিউল ইসলাম (৪৯) নামে হতভাগ্য এক বাবা। বাবাকে দা দিয়ে পিটে শরীর বিভিন্ন স্থানে কুপিয়েছে ও নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে , ৯ / ৬/ ২০২২ ইং তারিখে রাতে তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ২টার সময় মায়ের সাথে খুঁটিনাটি ঝগড়া করিলে নিজ পিতা (৪৯)রবিউল ইসলাম বাধা দিলে, ঘাতক ছেলে সোহাগ মিয়া তাহার হাতে উক্ত ধারালো দা দিয়ে পিঠের পিছনে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়।
দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর আসামি সোহাগ মিয়া (২২) দা সহ হাতে নাতে আলামত সহ গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ ,ও আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে ২ টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দলিয়া গ্রামে ,মায়ের সাথে সোহাগ মিয়া (২২) রিকশাচালক খুঁটিনাটি তুচ্ছ ঘটনা ঝগরা শুরু হলে বাবা রবিউল ইসলাম বাধা দিলে হাতের পাশে থাকা দা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত করে।
Leave a Reply