নিজস্ব প্রতিবেদক, ডেইলি জেলা পোস্ট
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাড়াইল উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ জুন) বিকাল ৩ টায় তাড়াইল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূইয়া মোতাহার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় অঙ্গন থেকে শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি তাড়াইল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। সেখানেই এক প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক । আরো উপস্থিত ছিলেন ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক একে মাইনুজ্জান নবাব (৫নং দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক আফরোজ আলম ঝিনুক (৩নং ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) ,তাড়াইল আওয়ামী যুবলীগের লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ,বাংলাদেশ কৃষকলীগ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফাইসাল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুনুর রশিদ , সদর, যুবলীগের অন্যতম সদস্য আব্দুল কাদির, মুজিবুল হক পলাশ স্বেচ্ছাসেবক লীগএর আহ্বায়ক আবুল বাশার , তাড়াইল উপজেলা শাখার তাঁতী লীগের আহ্বায়ক সুলতানউদ্দিন খান শহিদ, সাবেক ছাত্রলীগ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগের তরুন উদীয়মান নেতা হুমায়ূন কবির (ইউপি সদস্য) কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশে ঐক্যবদ্ধ হয় ।
Leave a Reply