সত্যিকার অর্থে বিজ্ঞানের সূচনা মানব জন্ম শুরু থেকেই। মূলত বিজ্ঞান কখনো থেমে থাকে নি, বরং বিজ্ঞানের অগ্র যাত্রার মাধ্যমেই পৃথিবী এগিয়েছে এবং বিভিন্ন যুগ অতিক্রম করে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে।
বিভিন্ন মনিষী ও গবেষক তাদের নিজস্ব মতবাদ ও চিন্তা ধারাগুলো লিপিবদ্ধ করে চলেছেন যুগ যুগ ধরে, যাতে করে পরবর্তী প্রজন্ম তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে জ্ঞানের রাজ্য প্রসারিত করতে পারে।
বর্তমান সময়ে আমরা যখন মোবাইল, কম্পিউটার ইত্যাদি নিয়ে অযথা সময় নষ্ট করে চলেছি, অনেকেই সেই সময়টা কাজে লাগিয়ে রচনা করে চলেছেন বহু গ্রন্থ, উপন্যাস,কবিতা ও ছড়া ইত্যাদি।
প্রতিবছরের ন্যায় এ বছরের বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা (২০২৩ ইং)-এ একটি বিজ্ঞান ও গবেষণা বিষয়ক বই নিয়ে এসেছেন আমাদের কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গরিবের ডা: হিসেবে পরিচিত, যিনি সরকারি চাকুরী অবসর গ্রহণের পরও চিকিৎসা সেবা দিয়ে চলেছেন সাধারণ মানুষকে। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি রচনা করেছেন বহু বিজ্ঞান ও গবেষণা বিষয়ক গ্রন্থ, উপন্যাস, ছড়া ও কবিতা।
কথা বলছিলাম, লেখক আল মেহেদী সম্পর্কে যিনি পেশাগত জীবনে আলহাজ্ব ডা: আক্কাছ উদ্দিন নামে সকলের কাছে পরিচিত। তিনি কবি, সাহিত্যিক,ছড়াকার, এবং বিজ্ঞান ও গবেষণাধর্মী লেখক। জন্ম – ১ নভেম্বর ১৯৫৫ ইং, পিতা- মৃত তাহের উদ্দিন, মাতা-মৃত সুসিলা বেগম, জন্মস্থান – কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের পাবইকান্দি গ্রামে।চাকুরির সুবাদে তিনি দীর্ঘদিন যাবত কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বসবাস করে আসছেন।
কিশোরকাল থেকে লেখালেখির শুরু। ছড়া ও কবিতার মাধ্যমে লেখার জগতে পর্দাপণ। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪ টি। প্রথম বই প্রকাশিত হয় ১৯৯০ সনে।
তার উল্লেখ যোগ্য বই গুলো হলো- বন্দী জীবন (উপন্যাস), আগামী দিনের নিউটন ( বিজ্ঞান গবেষণা গ্রন্থ), সৃষ্টি ও স্রষ্টার রহস্য (দর্শন,বিজ্ঞান ও ধর্ম ভিত্তিক গবেষণা গ্রন্থ), কোরআন থেকে বিজ্ঞান ( ধর্ম ও বিজ্ঞান গবেষণা গ্রন্থ), মহানবী (সা:) জীবনের অলৌকিক ঘটনা ( ধর্ম ভিত্তিক), আদমের আদি উৎস (ধর্ম ও বিজ্ঞান গবেষণা গ্রন্থ), ছেলে কার ( উপন্যাস), স্মৃতির পাতায় ( হজ ভিত্তিক), নূরীর ভূত ( উপন্যাস), বাল্যপড়া( শিশু শিক্ষা) ইত্যাদি।
প্রবন্ধ : পৃথিবীর বির্কষণ বল ও বস্তুর নিম্নমূখী পতনের কারণ( বিজ্ঞান গবেষণা), বিজ্ঞানের জয়যাত্রা (১৪ ই এপ্রিল ২০১৬), নিউটনীয় অভিকর্ষের কারন আবিস্কার (১৪ ই এপ্রিল ২০১৬), আরো অসংখ্য প্রবন্ধ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশ হয়। ইউটিউব চ্যানেল MTV তে অনেক তথ্য প্রকাশিত হয়েছে।
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় (২০২৩ ইং) জমকালো আয়োজনের মাধ্যমে আলহাজ্ব ডা: মো: আক্কাছ উদ্দিন ( আল মেহেদী) স্যারের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক নতুন বই
“মহাকর্ষের আদি উৎস
ও
গ্রহ নক্ষত্রের ঘূর্ণন ”
বইটির মোড়ক উন্মোচিত হয়। লেখক ও প্রকাশক আশাবাদী বইটি পাঠক প্রেমিকদের মনে যায়গা করে নিবে।
Leave a Reply