নিজস্ব প্রতিবেদক,ডেইলি জেলা পোষ্ট
কিশোরগঞ্জের করিমগঞ্জ সদর উপজেলার দেহুন্দা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য নেয়া চল্লিশ দিনের কর্মসূচিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অতিদরিদ্রদের জন্য নেয়া কর্মসংস্থান কর্মসূচিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফের প্রকল্পের তালিকা অনুযায়ী রাস্তা মেরামত না করে অন্যত্রে নামমাত্র শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে, যা আইন বহির্ভূত ।
প্রকল্প অনুযায়ী শ্রমিক বরাদ্দ থাকলেও প্রকল্পে গিয়ে বরাদ্দ অনুযায়ী শ্রমিক পাওয়া যায়নি শ্রমিক ।
প্রকল্পের শ্রমজীবীর অতিদরিদ্র-দুস্থদের তালিকায় রয়েছে সুস্থ-সচ্ছলদের নাম ।
ঐ প্রকল্পে নামমাত্র কাজ করে প্রায় শতভাগ কাজ ও শ্রমিক উপস্থিতি দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৪০ দিনের প্রকল্পের শ্রমিককে দিয়ে তালিকা অনুযায়ী প্রকল্পের কাজ না করে ,কাজ করছে অন্যত্রে ।ফলে ভেস্তে যাচ্ছে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।
অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর ৭মে ২য় পর্যায়ের কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের জন্য দেহুন্দা খামারদেহুন্দা আজিমের বাজার হইতে আজিমউদ্দিন মুন্সির এতিমখানা হয়ে দেহুন্দা উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার শ্রমিক বরাদ্দ ৪৮ জন। এই প্রকল্পে কাজেই করেননি ।
দেহুন্দা ইউনিয়নে ৫ টি প্রকল্পে মোট ১৭৯ জন শ্রমিকের নাম তালিকায় রয়েছে। একজন শ্রমিক প্রতিদিন কাজের পারিশ্রমিক হিসেবে ৪শ’ টাকা হারে মোট ৪০ দিন কাজ করে এ প্রকল্পের একজন শ্রমিক মোট ১৬ হাজার টাকা পারিশ্রমিক পাবেন।
প্রকল্প এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন (ইজিপিপি)২য় পর্যায়ের প্রকল্পে কম শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে, তবে খাতা-কলমে প্রায় শতভাগ তালিকাভুক্ত শ্রমিককে উপস্থিত দেখানো হচ্ছে
সরেজমিনে ওই ইউনিয়নের প্রকল্পগুলো ঘুরে ব্যাপক অনিয়মের চিত্র পাওয়া গেছে। তালিকানুসারে ওই প্রকল্পে ৪৮ জন শ্রমিক থাকার কথা কিন্তু চেয়ারম্যান এই প্রকল্পে আশপাশের মাটি নেই এই অজুহাতে মাটি কাটেনি বাস্তবে যা আইন বহির্ভূত। এসবের কিছুই জানেনা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতব্বর। চেয়ারম্যান মনগড়া এই প্রকল্পটির কাজ স্থগিত রেখেছেন। ৪৮ জন শ্রমিক দখিয়ে বিল উত্তোলণের ছলচাতুরি করেছে ।
এই প্রকল্পের সভাপতি ইউপি সদস্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করতে চাইলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন, তিনি বাড়িতে নেই ।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে, করিমগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার পলাশ কুমার বসুর সাথে যোগাযোগ করলে উনি বলেন যেখানে অনিয়ম পাওয়া যাবে, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে । আরো বলেন আপনারা সাংবাদিকরা সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সঠিক তথ্য পেলে আমরা অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করব ।
Leave a Reply